Type to search

সমসাময়িক

বর্তমান বাংলা নাটক এবং কিছু অপ্রিয় সত্য

ইদানিং বাংলা নাটকের লক্ষ্যনিয় বিষয় হলো, বেশির ভাগ নাটকেই ‘মা’ চরিত্রটাকে খুব অবহেলিত একটা চরিত্রে উপস্থিত করা যায়। প্রায় সব নাটকেই নায়ক কিংবা নায়িকার রোল হলো সকাল বেলার দৃশ্যে নাস্তার টেবিলে এইটা নাই কেন ওইটা নাই কেন বলে মা রে ঝাড়ি দেয়া… নায়িকার মন খারাপ হইলে মা যখন এসে শেয়ার করতে বলে তখন আবার ‘উফফপপ মা যাও তো’ জাতীয় ডায়ালগ দেয়া!

নাটকে নানান প্যাচ শেষে নায়িক নায়িকার মিল হইলেও মায়ের সাথে সন্তানের মিলটা আর হয় না। মা থেকে যান এমন একজন হিসেবে, যিনি কথায় কথায় ঝাড়ি শুনবেন! আমার মনে হয় এই দৃশ্যগুলো একসময় সত্যিকার অর্থে আমাদের জীবনে প্রভাব ফেলবে, যেটা মানুষের পারিবারিক জীবনের মধুর সম্পর্কগুলা নষ্ট করবে।

একটা সময়ে বাংলা মিউজিক ভিডিও মানেই ছিলো শেষ দৃশ্যে নায়ক বা নায়িকা সুইসাইড করবে। এইযে আজকাল সুইসাইডের মতো একটা বিষয় প্রেমে ব্যর্থ হওয়া মানুষদের মাঝে এতোটা জনপ্রিয়, এর পেছনে কি ওই মিউজিক ভিডিও গুলোর দায় একেবারেই নেই?

নাটক সিনেমা যদি আসলেই সমাজের আয়না হয়, তবে সম্মানিত পরিচালক স্যারেরা সেই আয়না উল্টো ধরে আছেন। আমরাও নাটকের মতো প্রেমে পড়ি, প্রেম করি- তাই বলে বাবা মায়ের সাথে আমাদের সম্পর্ক এতোটাও রুড না!
…তো আমরা কি ভুল শিখছি না?

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *