Type to search

গল্প

তোমারেই মনে পড়ে

এইযে আমার ফোন, যন্ত্র একটা! এইটার গ্যালারিতে গেলে দেখি তুমি। তারপর ধরো ফেসবুক। সার্চ বারে কিছু লিখতে হয় না, ক্লিক করলেই সবার উপরে তোমার নাম দেখায়! পুরনো পোষ্ট গুলাতে, যেগুলা তোমারে নিয়া লেখা- সেগুলায় কেউ লাইক কমেন্টস করলে দেখি তোমারে! ধরো যাই গুগলে, সার্চ করি নিজের নাম লিখে। আমার ছবির সাথে, দেখায় তোমার ছবি!

গান শুনি ধরো বসে বসে। নিকৃষ্ট শুনে ভাবি আছি তো ভালো, তারপরই ভেজে উঠে তোমার আমার পুরণো আলাপের রেকর্ড! ধরো যাই ইউটিউবে, দেখি তোমার প্রিয় গান হোম পেজে। এরা ওরা, যারা তোমারে চিনতো- তারা জিগায় মাঝে মাঝে প্রেম চলছে কেমন! আমি হ্যা না কিছু বলিনা, হাসি! হাসতে গেলেও মনে পড়ে তোমারে!

শহরে কি যে হইলো; হঠাৎ দেখি সব পার্লার, হোটেল, বিরিয়ানির দোকানের সাইনবোর্ডে তোমার নাম! তোমার চশমার ফ্রেমটা আজকাল চলছে বেশ। নীল জামাটা তো রীতিমত ভাইরাল! তোমার শহরে চলে খুনখারাপি- পত্রিকার হেড লাইনে খুনের খবর দেখে কষ্ট পাই…
না, ভিকটিমের জন্যে না, তোমারে মনে পড়ে তাই!

এই গুগল, ফেসবুক এইগুলা তো যন্ত্র। যন্ত্রের আবেগ নাই জানোই তো! সেই কবে তুমি ছেড়ে চলে গেছো, এরা তোমার অভ্যাস ত্যাগ করতে পারে নাই এখনো। আমি তো রক্ত মাংসের মানুষ, আবেগে ভরপুর। আমি কোন উপায়ে তোমারে ভুলবো, বলো?

২৪ আগষ্ট ২০১৭

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *